বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের নিয়মিত আয়োজন কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের শানিত করতে এ আয়োজনে অংশগ্রহণ করেছেন। বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ পাঠাগার শিক্ষার্থীদের জ্ঞানকে শানিত করার জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। গতকাল বেলা ১১টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজের হল রুমে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোদাচ্ছের বিল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের মো. নাজমুল করিম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক সমীর কুমার কুণ্ডু, রসায়ন বিভাগের অধ্যাপক মো. রাশিদুল হাসান প্রমুখ।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম বিজয়ী অনার্স প্রথম বর্ষের রুপা, দ্বিতীয় বিজয়ী দ্বাদশ শ্রেণির বৈশাখী, তৃতীয় বিজয়ী দ্বাদশ শ্রেণির করুণা আক্তার।
প্রধান অতিথি অধ্যাপক মোদাচ্ছের বিল্লাহ বলেন, বসুন্ধরা শুভসংঘ বরাবরই শিক্ষাবান্ধব কর্মসূচি গ্রহণ করে থাকে। এবারের এ কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে সবার মেধার বিকাশ ঘটাবে ও শানিত করবে। এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখবে। বসুন্ধরা পাঠাগারের এ উদ্যোগ প্রতিমাসে অব্যাহত রাখার অনুরোধ করছি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের কর্মী পটুয়াখালী সরকারি কলেজের মিতু আক্তার, পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ফারহানা, যোহরা, মুন, জেরিন, বৃষ্টি রানী, অর্থি সাহা, হিসান, আমেনা, স্নেহা, তাসলিমা, লাবণী, মোনালিসা প্রমুখ।