বিএনপির বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল বিকালে চট্টগ্রাম নগরীর একটি কনভেনশন সেন্টারে দলের প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
সদ্য সমাপ্ত ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, ‘এ নির্বাচনে বিএনপি হেরে গেছে, এটা আপনারা বলতে পারেন। কিন্তু আমি বলতে পারি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোথা থেকে আসল। আমার তো হিসাবে মিলে না ভাই। আমি বলতে চাই না যে জামায়াত কারচুপি করেছে। আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি।
কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি, তখন জামায়াতে ইসলামী নেতারা আমাদের বারবার বলেন যে ভাই খেয়াল রাখবেন আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় আসতে না পারে। আওয়ামী লীগ ঠেকান সবসময়। আওয়ামী লীগ এলে সবাইকে কচুকাটা করবে। এটা তাদের সংলাপ। আমরা সেভাবেই চললাম। আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট জামায়াত নিয়ে নিল।’ ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ডাকসু নির্বাচনে দুটি কাজ হয়েছে। ২০০৮ সালের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং আবার ছাত্রলীগের ভোট।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক কাদের গণি চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য বাবু সুশীল বড়ুয়া, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
উত্তর জেলা বিএনপি নেতা নুরুল আমিন, নুর মোহাম্মদ ও অ্যাডভোকেট আবু তাহেরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রয়াত আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ হালিম প্রমুখ।