যশোরের চৌগাছায় ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলি করার ঘটনায় দায়েরকৃত মামলায় দুজন পুলিশকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। এর মধ্যে গতকাল সাজ্জাদুরকে এবং আগের দিন মঙ্গলবার আতিকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গতকাল ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, ২০১৬ সালে যশোরের চৌগাছা থানার দুজন শিবির নেতার দুই হাঁটুতে বন্দুক ঠেকিয়ে গুলি করে আহত করা হয়। পরে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে তারা আহত হয়েছেন উল্লেখ করে তাদের কারাগারে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের পা কেটে ফেলতে হয়। গুলি করা ওই দুজন পুলিশ সদস্য এখনো দায়িত্বরত অবস্থায় ছিলেন।
তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হলে উভয়কে গ্রেপ্তার করা হয়। অপরাধীদের হাজির করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তামীম আরও জানান, দুজন শিবির নেতাকে গুলি করার ঘটনাটি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়। সারা বাংলাদেশে সে সময় এবং পরবর্তী সময় বিরোধী রাজনৈতিক মতাবলম্বীদের গ্রেপ্তার করে পরিকল্পিতভাবে কারও হাঁটুতে, কারও হাতে বা বিভিন্ন জায়গায় গুলি করে বিকলাঙ্গ করা হয়েছে। যার কারণে এটা মানবতাবিরোধী অপরাধ।