চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মনে আজও রয়ে গেছে ঝুপড়ি, হলের করিডর কিংবা স্টেশনের আড্ডা। শুক্রবার সেই স্মৃতির ভান্ডার যেন হঠাৎ করেই খুলে গেল। এদিন নগরীর অভিজাত জিইসি কনভেনশন সেন্টারে মিলিত হন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ হাজার সাবেক শিক্ষার্থী। বেলা আড়াইটায় শুরু হয়ে অনুষ্ঠানটি চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। ঘণ্টার পর ঘণ্টাজুড়ে চলা পুনর্মিলনী যেন হয়ে উঠেছিল অতীত আর বর্তমানের এক অদ্ভুত মেলবন্ধন। প্রবীণ-তরুণ প্রাক্তনরা খুঁজে নিলেন পুরোনো সহপাঠীদের। কেউবা বিস্ময়ে তাকালেন, সময়ের এত দীর্ঘ ব্যবধানও যে এক মুহূর্তে মিলিয়ে যেতে পারে। মঞ্চে উঠে আসা প্রাক্তনদের কণ্ঠে ধ্বনিত হলো স্মৃতির আবহ। কেউ বললেন আন্দোলন-সংগ্রামের দিনের কথা, কেউ স্মরণ করলেন বন্ধুত্বের প্রথম সকাল। আবার কেউ ঝুপড়িতে পাওয়া প্রেম কিংবা বন্ধুর সঙ্গে কাটানো বিকাল স্মরণ করে চোখের পানি মুছলেন অগোচরে।
বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
উপস্থিত ছিলেন পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম, অ্যাডহক কমিটির সদস্য মাহবুবের রহমান শামীম, এম এ হালিম, পুনর্মিলনী কমিটির সদস্যসচিব কামরুল হাসান হারুন। আরও উপস্থিত ছিলেন এম ডি ফখরুল ইসলাম, শাহ মোহাম্মদ সেলিম, ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, কাজী মাহমুদ ইমাম বিলু, আমজাদ হোসেন চৌধুরী, সোহরাব হোসেন সোহেল, আবুল বাশার, হাফিজ আল আসাদ, কামরুল মেহেদী, দাউদ আবদুল্লাহ হারুন, মজুমদার শাহীন, মোর্শেদুল আলম, আতিক উল্ল্যাহ, আবু সাঈদ, রেজোয়ান সিদ্দিকী, মামুনুর রশীদ, শাহেদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের। স্মরণ করা হয় সব শহীদকে। শহীদ ফরহাদ হোসেন ও হৃদয়চন্দ্র তড়ুয়া, চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরামসহ জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই শহীদদের পরিবারকে সম্মাননা স্মারক ও সম্মানি প্রদান করা হয়। উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অ্যাডহক কমিটি ও পুনর্মিলনী কমিটির পরিচিতি পর্ব। শেষে পুনর্মিলনী কমিটির যুগ্ম সদস্যসচিব এম ডি ফখরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন প্রাক্তন ছাত্র সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার, চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ, পুনর্মিলনী কমিটির আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম, সদস্য মাহবুবের রহমান শামীম, এম এ হালিম ও পুনর্মিলনী কমিটির সদস্যসচিব কামরুল হাসান হারুন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        