কক্সবাজারকে প্লাস্টিক বর্জ্যমুক্ত ও পরিবেশবান্ধব করতে সমুদ্রসৈকতে ‘বিচ ক্লিনআপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে গতকাল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাক এই আয়োজন করে। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
জাতিসংঘ, দেশীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্র্যাকসহ বিভিন্ন সংস্থার কর্মী, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ-তরুণী, উন্নয়ন কর্মী ও পর্যটকসহ তিন শতাধিক মানুষ এই ক্যাম্পেইনে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরুরি সহায়তা প্রকল্পের-প্রকল্প পরিচালক গোলাম মুকতাদির, কক্সবাজারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবুল মনজুর, ইউএনডিপির কক্সবাজার সাব অফিসের টেকসই পরিবেশ ও জনস্বাস্থ্য বিভাগের প্রজেক্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দিপক কে সি, ইউনিসেফের ওয়াশ অফিসার সাজেদা বেগম, ইউএনএইচসিআর-এর ওয়াশ অ্যাসোসিয়েট আবদুল মাজেদ, ব্র্যাকের মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির উপদেষ্টা সুব্রত কুমার চক্রবর্তী, কর্মসূচি প্রধান আবদুল্লাহ আল রায়হান প্রমুখ।