বাগেরহাটে নিহত সাংবাদিক ও বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এক লাখ টাকা সহায়তা প্রদানের পাশাপাশি নিহত সাংবাদিক হায়াতের দুই মেয়ের পড়াশোনার সব দায়িত্ব নিয়েছেন তাঁরা। গতকাল বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম এ এইচ সেলিম এ কথা জানান। এর আগে দুপুরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহরের হাড়িখালি এলাকায় নিহত সাংবাদিক ও বাগেরহাট পৌর বিএনপি নেতা এস এম হায়াত উদ্দিনের বাড়িতে যান। এ সময় তিনি নিহত ব্যক্তির স্ত্রী, দুই মেয়ে ও মাকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সমবেদনা পৌঁছে দেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এক লাখ টাকা প্রদান করেন। এ ছাড়া এইচএসসি পরীক্ষায় পাস করা পর্যন্ত নিহত সাংবাদিক হায়াতের দুই মেয়ের সব দায়িত্ব পালনের কথা জানান। পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনের কবর জিয়ারত করেন। এ সময় বাগেরহাট জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান টুটুল, মেহেবুবুল হক কিশোরসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে এম এ এইচ সেলিম সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমি হায়াতের পরিবারের পাশে এসেছি। তাঁদের পক্ষ থেকে বাহক হিসেবে আমি এখানে এসেছি।’ এ সময় তিনি নিহত সাংবাদিক হায়াতের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনারও দাবি জানান। ৩ অক্টোবর সন্ধ্যায় বাগেরহাট শহরের হাড়িখালি এলাকায় সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ৬ অক্টোবর তাঁর মা হাসিনা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন মাদক নিয়ে সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য প্রকাশ করায় তারা ক্ষুব্ধ হয়ে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে হত্যা করেছেন।
শিরোনাম
- সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের টার্গেট ১৯১ রান
- রবিবার রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
- ‘নির্বাচনে কোন দল এলো, না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়’
- জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের তারিখ পরিবর্তন
- করতোয়া নদীতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
- ‘বিএনপি ক্ষমতায় এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে’
- পিআর পদ্ধতি সাধারণ জনগণের উপকারে আসবে না : মঈন খান
- সপ্তম জাতীয় মানবসম্পদ সম্মেলন ৫ ডিসেম্বর
- নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি, শেষ পর্যন্ত চালিয়ে নিতে হবে: ফখরুল
- রেললাইন, মেডিকেল কলেজ ও নদী সংস্কারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন
- শিক্ষা হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা: কাদের গনি চৌধুরী
- চিরনিদ্রায় শায়িত সৈয়দ মনজুরুল ইসলাম
- ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে
- চাকসুতে ভোট দিতে পর্যাপ্ত সময় পাবেন ভোটাররা, বহিরাগত প্রবেশে কঠোরতা
- ‘জিয়া ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের পুনর্জাগরণ ঘটবে’
- পাঁচ বছরে এলপিজির চাহিদা বেড়ে দাঁড়াবে আড়াই মিলিয়ন টন
- রবিবার থেকে লাগাতার আন্দোলনে যাচ্ছেন শিক্ষকরা
- কালকিনিতে বিএনপির ওয়ার্ডভিত্তিক পুরুষ সদস্য নবায়ন ও ফরম বিতরণ
- রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি পাভেল
- জনগণ পিআর'র পক্ষে ভোট না দিলে জামায়াত মেনে নেবে: গোলাম পরওয়ার
নিহত সাংবাদিক হায়াতের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর