বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ও প্রশাসনিক সমস্যার সমাধানে সরেজমিনে পরিদর্শন ও মতবিনিময় করেছেন।
গতকাল তিনি দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল অ্যান্ড কলেজ, জামিয়া তায়াক্কুল রেঙ্গা মাদরাসা, প্রগতি উচ্চবিদ্যালয়, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবারুণ হাইস্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক কাজী মো. আবু কাইয়ুম ও সিলেটের শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম এ মালিক বলেন, ‘লালাবাজার স্কুলে আমি নিজেও পড়েছি। এ স্কুলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের দীর্ঘদিনের সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’ তিনি বলেন, ‘শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে সবাই আন্তরিক হলে পরিবর্তন সম্ভব। ভবিষ্যতে সরকার গঠন করলে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি।’