বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের রাজনৈতিক প্রভাব ও হস্তক্ষেপমুক্ত না হলে বিচার বিভাগের কোনো সংস্কারই ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে না। ইতোমধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এখনো জনপ্রত্যাশা অনুযায়ী উপযুক্ত ভূমিকায় দেখা যাচ্ছে না। ন্যায্য বিচার পাওয়ার আশায় লাখ লাখ মানুষকে এখনো হাহাকার করতে হয়। গতকাল বিকালে সচিবালয়ে গণতান্ত্রিক আইনজীবী সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আকবর খান, শেখ রফিকুল ইসলাম, পিয়াস মজুমদার, সোমেন মজুমদার বিদ্যুৎ, অমিত মজুমদার, এ এইচ এম হাসিবুজ্জামান, মায়মুনা করিম টপি, মীর রেজাউল আলম, বিপ্লব হোসেন খান প্রমুখ।