সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে জুলাই যোদ্ধা আবদুল হামিদের লাশ দেশে এসেছে। গতকাল সকাল ১০টার দিকে তার লাশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। গত ২২ সেপ্টেম্বর তিনি আবুধাবিতে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। রাউজানের সহকারী কমিশনার আংচিং মারমার উপস্থিতিতে পরিবারের সদস্যরা লাশ গ্রহণ করেন। হামিদ রাউজান নোয়াপাড়ার আবদুচ ছালামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, হামিদ আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।
কারাগারেই তিনি মারা যান।