ভারত-বাংলাদেশ সীমান্তের উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় ২ কেজি স্বর্ণ জব্দসহ একজনকে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা। জব্দ স্বর্ণের বাজারমূল্য আড়াই কোটি টাকার বেশি। বিএসএফ গতকাল বিবৃতিতে জানায়, সোমবার গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সুসংহত চেকপোস্টে অভিযান চালায় বিএসএফ। সেখানে বাংলাদেশের বেনাপোল থেকে ভারতে প্রবেশকালে একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হয়। তখন ট্রাক থেকে দুটি প্যাকেটে ২ কেজি স্বর্ণ জব্দ এবং চালককে আটক করা হয়।
বিএসএফ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ট্রাকচালক জানান, সীমান্ত পার করে দেওয়ার চুক্তিতে তিনি তাঁর ট্রাকে স্বর্ণ পরিবহন করতে রাজি হন। আইনি পদক্ষেপ নিতে তাঁকে ও জব্দ স্বর্ণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।