বসুন্ধরা আবাসিক এলাকায় দেশের ঐতিহ্যবাহী মিষ্টান্ন তৈরির প্রতিষ্ঠান ‘হেরিটেজ সুইটস’-এর আরেকটি নতুন শাখা চালু হয়েছে। গতকাল বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে নতুন আউটলেটের উদ্বোধন করা হয়। সি ব্লকে অবস্থিত প্রথম শাখায় ব্যাপক সাড়া পাওয়ার পর, বসুন্ধরায় নতুন এই শাখা উদ্বোধনের মাধ্যমে হেরিটেজ সুইটস আরও বৃহত্তর পরিসরে তাদের সুস্বাদু ও মানসম্মত মিষ্টান্নের পরিসর বাড়াল। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত হেরিটেজ সুইটসের মিষ্টি আউটলেটে গিয়ে কিনতে পারবেন গ্রাহকরা।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানভীর বসুন্ধরা গ্রুপ (এসবিজি) এর ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীনসহ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমিল আহমেদ সোবহান বলেন, হেরিটেজ সুইটস ভোক্তাদের পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুস্বাদু, মানসম্মত ও ঐতিহ্যবাহী মিষ্টান্ন সরবরাহ করছে। ইতোমধ্যেই ব্র্যান্ডটি ভোক্তাদের আস্থা ও সুনাম অর্জনে সফল হয়েছে। আপনাদের সবার সহযোগিতায় হেরিটেজ সুইটসের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে-এই শুভকামনা জানাই।
জসীম উদ্দীন বলেন, মিষ্টি হাজার বছর ধরে বাংলার ঘরে ঘরে আপ্যায়নের প্রথম ও অন্যতম খাদ্য উপকরণ। ‘হেরিটেজ সুইটস’ সবসময়ই এই ঐতিহ্যের আধুনিক রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বসুন্ধরায় আমাদের দ্বিতীয় আউটলেট উদ্বোধনের মাধ্যমে আমরা সেই প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিলাম। আমরা চাই প্রতিটি গ্রাহক যেন খাঁটি উপকরণে তৈরি নিরাপদ ও মানসম্মত মিষ্টির স্বাদ গ্রহণ করতে পারেন।
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        