বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গত ১৭ বছর ছাত্রদল প্রকৃত ছাত্র রাজনীতি গড়ে তুলতে পারেনি। তারা প্রতিনিয়ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর ছিল, লড়াই-সংগ্রাম করতে গিয়ে অত্যাচার-নির্যাতন ও গুম খুনের শিকার হয়েছে। গতকাল দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এ্যানি বলেন, ‘ছাত্রদলের ইতিহাস গৌরব ও ঐতিহ্যের ইতিহাস। স্বাধীনতা, গণতন্ত্র ও দেশ প্রেমের চেতনা রয়েছে ছাত্রদলে। সবকিছু মিলে ছাত্রদল শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, যাতে ছাত্রদের মধ্যে শৃঙ্খলা, মেধাবী নেতৃত্ব বেড়ে ওঠে ও শিক্ষা-সংস্কৃতি ফুটে ওঠে।’ এ সময় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেরাব হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।