সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, করোনাভাইরাসের উপসর্গ আছে, বা করোনা আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে এসেছেন এমন কেউ সরাসরি হাসপাতালে চলে যাবেন না। হটলাইনে কল করুন। প্রয়োজন মনে হলে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হবে। তবে এ নির্দেশনা শুধু যারা দেশের বাইরে থেকে এসেছেন কিংবা তাদের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক এসব কথা বলেন। তিনি আরও বলেন, জ্বর, গলা ব্যথা, কাঁশি হলেই যে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে এমনটা মনে করা উচিত নয়।
আইইডিসিআর পরিচালক আরও বলেন, গতকাল সোমবার দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনা প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটা করা হয়েছে। বাংলাদেশে যারা আক্রান্ত হয়েছে; তারা বিদেশ থেকে এসেছেন কিংবা তাদের সংস্পর্শে গিয়েছিলেন। কিন্তু বাংলাদেশে যারা আগে থেকে অবস্থান করেছেন তাদের থেকে এ ভাইরাস সংক্রমিত হচ্ছে না।
সম্মেলনে করোনাভাইরাস প্রতিরোধে গণপরিবহন এড়িয়ে চলার পাশাপাশি নিয়মিত হাত পরিষ্কার রাখা, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে না যাওয়া, জনসমাবেশ এড়িয়ে চলা, প্রয়োজন ছাড়া ভ্রমণে বের না হওয়া, কাশি শিষ্ঠাচার মেনে চলার পরামর্শ দেয়া হয়।
বিডি প্রতিদিন/ফারজানা