করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এবং প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে (নিজ গৃহে সার্বক্ষণিক অবস্থান) থাকার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু বিদেশ ফেরত অনেক প্রবাসী সরকারের এ নির্দেশনা মানছে না। নির্দেশ না মেনে যত্রতত্র ঘুরাফেরা করছে। এ নিয়ে চট্টগ্রাম নগর ও উপজেলায় অভিযান পরিচালনা করে অন্তত ১০ জনকে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) পৃথক অভিযান চালিয়ে প্রবাসীদের জরিমানা করা হয়। দণ্ডবিধি ২৬৯ ভঙ্গের দায়ে তাদের এ জরিমানা করা হচ্ছে বলে জানা যায়। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আনোয়ারার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের এক দুবাই প্রবাসী। তিনি ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘুরাফেরা করছিলেন। হাটহাজারীর আরেক বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রবাসী। তিনিও নিয়ম না মেনে বাইরে ঘুরাফেরা করেন। রাউজানের এক বাসিন্দা মধ্যপ্রাচ্যের ওমান প্রবাসী, পটিয়ার বাসিন্দা সংযুক্ত আরব আমিরাতের রা’সুল খাইমা প্রবাসী, নগরের পাঁচলাইশ এলাকার বিদেশ ফেরত প্রবাসীকে হোম কোয়ারেন্টাইন না মেনে ঘুরাফেরা করার কারণে প্রত্যেকে ১০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল পটিয়া পৌরসভায়ও সৌদিআরব ফেরত একজনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া ফটিকছড়ি ও লোহাগাড়া উপজেলায়ও দু’জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘অভিযানে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সবাইকে কঠোরভাবে সতর্ক এবং সচেতন করা হয়।’ পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বলেন, ‘দুইদিনে দু’জনকে জরিমানা করা হয়েছে। তবে সবাইকে ব্যাপকহারে সচেতন করতে নানাভাবে প্রচারণা চালাচ্ছি। আশা করি, সবাই সচেতন হবেন।’
জানা যায়, বৃহস্পতিবার চট্টগ্রামে বিদেশ ফেরত নতুন আরও ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১০২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রশাসন করোনা নিয়ে কঠোর ও সতর্ক অবস্থানে আছে। কেউ যাতে বিষয়টি নিয়ে গুজব ছড়াতে না পারে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন সতর্ক আছে।’
বিডি-প্রতিদিন/শফিক