৬ এপ্রিল, ২০২০ ১৭:১১

দলবদ্ধ হয়ে চলাফেরা করায় নাসিরনগরে ১৩ জনের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

দলবদ্ধ হয়ে চলাফেরা করায় নাসিরনগরে ১৩ জনের জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি আদেশ অমান্য করে দলবদ্ধ হয়ে অবস্থান ও ঘুরাফেরা করায় ১৩ ব্যক্তিকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশকে সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী এ অভিযান চালান। 

উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী জানান, করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার যেসব আদেশ দিয়েছেন তা লঙ্ঘন করে অনেকে দোকান খোলা রাখার চেষ্টা করেছেন আবার অনেকে দলবদ্ধভাবে অবস্থান ও ঘুরাফেরা করছেন। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, কলেজ মোড়ে, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আড্ডা দেয়ার সময় এমন ১৩ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

সর্বশেষ খবর