৪ জুলাই, ২০২০ ০২:০৮

করোনায় আক্রান্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শাহ মহম্মদ কুরেশ

ক্রমশ ভয়াবহ হচ্ছে পাকিস্তানের পরিস্থিতি। এবার করোনা আক্রান্ত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মহম্মদ কুরেশ। তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দেন। নিজের আক্রান্তের হওয়ার খবরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার দুপুরে হালকা জ্বর আসায় কোভিড টেস্ট করতে দিয়েছিলেন। সন্ধ্যায় জানতে পারেন রিপোর্ট পজিটিভ। এরপর থেকেই তিনি হোম কোয়েরান্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন।

কুরেশি আরও জানান, আপাতত হাসপাতালে ভর্তি হচ্ছেন না। বাড়িতে কোয়ারেন্টাইনে থেকেই সব রকম চিকিৎসা করবেন বলে জানিয়েছেন কুরেশি। অন্যদিকে, কাজও চালিয়ে যাওয়ার কথা বলেছেন কুরেশি। তিনি জানিয়েছেন, আপাতত বাড়ি থেকেই সমস্ত কাজ চালিয়ে যাওয়া সম্ভব।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, যখনই জ্বর আসে তখনই করোনার সন্দেহ করেছিলাম। আর সেই কারণে রিপোর্ট আসার আগেই তিনি হোম আইসোলেশনে চলে যান বলে জানিয়েছেন। আর রিপোর্ট আসার পর আশঙ্কা সত্যি হয়। তবে আল্লাহের কৃপায় তিনি ভালো আছেন বলেই জানিয়েছেন।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর