মডার্নার তৈরি করোনাভাইরাসের একটি ভ্যাকসিন কমবয়সী ও বয়স্কদের শরীরে সমানভাবে ইমিউনিটি তৈরি করতে সক্ষম বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি সিডিসির উপদেষ্টা কমিটির বৈঠকে ভ্যাকসিনের সর্বশেষ অগ্রগতি তুলে ধরার সময় এমন তথ্য দিয়েছেন তারা।
এমআরএনএ-ওয়ানটুসেভেনথ্রি নামের ভ্যাকসিনটি তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে।
ব্যাপকহারে মানবদেহে প্রয়োগের পর গবেষকদের পর্যবেক্ষণে দেখা গেছে, ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগের পর যে ইমিউনিটি তৈরি হয়েছে ৫৬ থেকে ৭০ বছর বয়সীদের ক্ষেত্রেও তা একইরকম।
প্রথম পর্যায়ের ট্রায়ালে বয়স্কদের ওপর ভ্যাকসিনটির কার্যকারিতা তেমন বোঝা না গেলেও তৃতীয় ট্রায়ালে ইমিউনিটি তৈরির বিষয়টি স্পষ্ট হয় বিজ্ঞানীদের কাছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে ২৩.৯ মিলিয়নেরও বেশি লোক আক্রান্ত হয়েছেন। আর কমপক্ষে ৮ লাখ ২০ হাজার ১০০ মানুষ মারা গেছে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বব্যাপী ১৭০টিরও বেশি ভ্যাকসিন রয়েছে। এর মধ্যে কমপক্ষে ৩১টি ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চলছে।
সূত্র: সিএনবিসি
বিডি প্রতিদিন/ আবু জাফর