করোনা সংক্রমণ পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়ালো যুক্তরাজ্যে। গতকাল শনিবার ১২ হাজার ৮৭২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, যা যুক্তরাজ্যে বিগত সময়ে একদিনে সর্বাধিক সংখ্যক আক্রান্তের রেকর্ড। ব্রিটেনের ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড স্যোশাল কেয়ারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক ট্যাবলয়েড পত্রিকা ইভিনিং স্ট্যান্ডার্স।
জানা গেছে, যুক্তরাজ্যে গতকাল শনিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ জনের, যা গত শুক্রবার ছিল ৬৬ জন, বৃহস্পতিবার ৫৯ জন, বুধবার ৭১ জন এবং মঙ্গলবার ৭১ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৩১৭ জন। এই মৃত্যুর পরিসংখ্যানে শনিবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে, শনিবার করোনায় ১২৮৭২ জন আক্রান্ত হলেও গত শুক্রবার ছিল ৬৯৬৮ জন, বৃহস্পতিবার ৬৯১৪ জন, বুধবার ৭১০৮ জন এবং মঙ্গলবার ৭১৪৩ জন। শনিবার সকাল ৯টা পর্যন্ত যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ১৭ জন। মাঝখানে করোনা সংক্রমণের নিম্নমুখীতায় কিছুটা স্বাভাবিক জীবনযাত্রায় যুক্তরাজ্য শুরু করলেও শনাক্তের নতুন রেকর্ড ভাবাচ্ছে দেশটির সরকারকে।
বিডি-প্রতিদিন/শফিক