করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় আইসোলেশনে চলে গেছেন ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লেইন। টুইটারে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।
গত সপ্তাহে করোনা টেস্টে নেগেটিভ এসেছিল ইইউ কমিশন প্রেসিডেন্টের। করোনা পজিটিভি ব্যক্তির সংস্পর্শে আসায় আবারও পরীক্ষা করাবেন তিনি।
টুইটারে সোমবার ইইউ কমিশন প্রেসিডেন্ট লিখেছেন, গত মঙ্গলবার আমি একটি বৈঠকে অংশ নিয়েছিলাম। আমাকে বলা হয়েছে বৈঠকে অংশ নেওয়া এক ব্যক্তির গতকাল করোনা পজিটিভ এসেছে। নিয়ম অনুযায়ী আগামীকাল পর্যন্ত আমি সেল্ফ আইসোলেশনে যাচ্ছি। গত বৃহস্পতিবার আমার করোনা নেগেটিভ এসেছিল এবং আজ আমি আবারও পরীক্ষা করাবো।
বিডি প্রতিদিন/ফারজানা