বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হেলথ এমারজেন্সি প্রোগ্রামের প্রধান মাইকেল রায়ার্ন বলেছেন, ‘নিরপেক্ষভাবে হিসাব’ করে দেখা যাচ্ছে, বিশ্বের প্রতি দশজনের একজন হয়ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রকাশিত হওয়া করোনা সংক্রমিতের সংখ্যার চেয়ে এটি ২০ গুণেরও বেশি।
কোভিড-১৯ সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩৪ সদস্যের নির্বাহী কমিটির একটি বিশেষ অধিবেশনে আজ সোমবার এ কথা বলেন তিনি। এ সময় সংস্থার প্রধান টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েইস উপস্থিত ছিলেন।
বিশ্বের জনসংখ্যা ৭৬০ কোটি ধরলে মাইকেল রায়ানের হিসাবে প্রায় ৭৬ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বর্তমান হিসাবে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ মিলিয়ন।
সূত্র: ডয়চে ভেলে
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ