বিশ্বজুড়ে একদিনে আরও চার হাজার ২শ’ প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্তের সংখ্যা দুই লাখ ৬২ হাজারেরও বেশি।
ফলে এ নিয়ে করোনায় মোট প্রাণহানি ১০ লাখ ৪৬ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত তিন কোটি ৫৭ লাখ মানুষ।
দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে এখনও ভারত। সোমবারও প্রায় ৯শ’ মানুষের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি এক লাখ ৩ হাজার ৬শ’।
গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ, সাড়ে ৪শ’ মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। এ পর্যন্ত করোনায় সাড়ে ২১ হাজার মানুষের প্রাণ গেছে দেশটিতে।
এছাড়া এই সময়ে ব্রাজিলে ৪শ’ এবং যুক্তরাষ্ট্রে পৌনে ৪শ’ মৃত্যু রেকর্ড হয়েছে। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে কোভিড নাইনটিনে মৃত্যু ৮০ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে।
বিডি প্রতিদিন/কালাম