বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে।
বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এদিন বিকালে সেলিমা রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে শায়রুল কবির জানান, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সেলিমা রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ