বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের গুরুত্বসহ শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ আগস্ট) দুপুরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী নাফিউল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিইবি জেনিক বগুড়ার সভাপতি প্রকৌশলী আছাদুল হক, সাধারণ সম্পাদক প্রকৌশলী ফজর আলী লিটন।
আইডিইবি বগুড়ার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু সিনহা, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট চিফ ইন্সট্রাক্টর শাফিউল আল আজিজ, সংগ্রাম পরিষদের সদস্য সচিব মোস্তফা আহসান হাবীব, আইডিইবি বগুড়ার সহ-সভাপতি আনোয়ারুল, মহিলা সম্পাদক শ্যামলী আকতার, সমাজকল্যাণ সম্পাদক হিরু, সদস্য জিয়াউল হক, বাবুল মিয়া।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের সকল ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ কাজ করছেন। সেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে বিএসসি ইঞ্জিনিয়াররা যে ৩ দফা দাবি জানিয়েছে তা অযৌক্তিক। আমরা ৭ দফা দাবি জানিয়েছি। যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যৌক্তিক দাবি। এই দাবি পূরণ করতে হবে।
বিডি প্রতিদিন/জামশেদ