লাভজনক ও নিরাপদ ধান চাষে তরুণদের অংশগ্রহন বাড়াতে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার নগরীর চর বদনা এলাকায় অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) খামারে এ প্রশিক্ষন দেয়া হয়।
এতে বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। লাভজনক ও নিরাপদ ধান চাষে তারুন্যের অংশগ্রহন শীর্ষক দিনব্যাপি প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন ব্রির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান।
ব্রির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাছিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা রেজোয়ান বিন হাফিজ প্রান্ত।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, সিমিট বাংলাদেশের কর্মকর্তা মো. শফিক ইসলাম, বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মহুয়া নন্দী, আইসিটি বিভাগের সহকারী শিক্ষক ইমদাদুল হক প্রমুখ।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা রাইচ ট্রান্সপ্লান্টারের সাহায্যে কীভাবে ধানের চারা রোপণ করা হয় তা প্রত্যক্ষ করে। এছাড়া সীড সোয়ারে চারা উৎপাদন কৌশল সম্পর্কে তাদের হাতে-কলমে শেখানো হয়।
বিডি প্রতিদিন/এএম