গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো উপজেলার সাপমারা ইউনিয়নের কৌচা কৃষ্ণপুর গ্রামের আহসান আলীর ছেলে ইদ্রীস আলী (৪৭) ও তার ছেলে ফুয়াদ হাসান (২৭)। তারা উভয়ই পিতা-পুত্র।
গোবিন্দগঞ্জ থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলাবার দিবাগত রাতে কৌচা কৃষ্ণপুর গ্রামের ফুয়াদের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। সেই সাথে এসব ট্যাবলেট বেচা কেনার সাথে জড়িত অভিযোগের ছেলে ফুয়াদ ও পিতা ইদ্রীস আলীকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাহাদুর নামে অপর এক আসামী পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে সোপর্দ করা হলে আদালত আসামীদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এএম