নিজেদের আকাশসীমায় রাশিয়ার ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটোর অনুচ্ছেদ ৪ আনুষ্ঠানিকভাবে সক্রিয় করার অনুরোধ জানিয়েছে পোল্যান্ড।
বুধবার জোটভুক্ত দেশগুলোর প্রতি এই অনুরোধ জানানো হয়।
রাশিয়ার আগ্রাসী পদক্ষেপের ফলে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধির পর দেশটি এর আগে ২০১৪ সালেও ন্যাটোর ৪ নম্বর ধারাটি প্রয়োগ করেছিল।
ন্যাটোর অনুচ্ছেদ ৪ কী?
ন্যাটোর ৪ নম্বর ধারায় বলা আছে, যখন কোনও সদস্য রাষ্ট্র নিজেদের নিরাপত্তা, ভূখণ্ড বা রাজনৈতিক স্বাধীনতা হুমকির সম্মুখীন হচ্ছে বলে মনে করবে, তখন সদস্যদের মধ্যে দ্রুত পরামর্শ শুরু করবে। এটি হুমকি মোকাবেলায় উচ্চ-স্তরের আলোচনার অনুমতি দেয়। তবে জোটকে সামরিক পদক্ষেপের জন্য বাধ্য করে না।
এ বিষয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, “ন্যাটোর ধারা ৪ হলো গভীর সহযোগিতার সূচনা মাত্র। শুধুমাত্রই বক্তব্যই যথেষ্ট নয়। পরামর্শের সময় আমরা উল্লেখযোগ্যভাবে আরও বেশি সমর্থন আশা করব। এটি আমাদের যুদ্ধ নয় এবং এটি শুধু ইউক্রেনীয়দের যুদ্ধ নয়, এটি এমন একটি যুদ্ধ, এমন একটি সংঘাত যা রাশিয়া সমগ্র মুক্ত বিশ্বের বিরুদ্ধে ঘোষণা করেছে।”
ন্যাটোর মতে, ১৯৪৯ সালে ন্যাটো তৈরির পর থেকে মাত্র সাতবার ৪ নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে।
অন্যদিকে, ন্যাটোর ৫ নম্বর ধারাটি (কোনও সদস্য রাষ্ট্র শত্রুর দ্বারা আক্রান্ত হলে সকল সদস্যের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে) সংস্থাটির ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রয়োগ করা হয়েছিল ৯/১১-এর পর, যার ফলে সকল সদস্য রাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্যে এগিয়ে আসতে বাধ্য করা হয়েছিল। ফলশ্রুতিতে একটি বৃহৎ বৈশ্বিক জোট গঠিত হয় এবং ২০০১ সালে আফগানিস্তান আক্রমণ শুরু হয়। সূত্র: আনাদোলু এজেন্সি, আইটিভি
বিডি প্রতিদিন/একেএ