মোজাম্বিকে সশস্ত্র বাহিনীর সদস্যরা ইসলামিক স্টেট (আইএস) সদস্য সন্দেহে গুলি করে অন্তত ১৬ জেলেকে হত্যা করেছে।
বুধবার সংঘর্ষ পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি) এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত সোমবার মোজাম্বিকের উত্তরাঞ্চলীয় কাবো ডেলগাদো প্রদেশে ঘটনাটি ঘটেছে। স্থানীয় একটি সংবাদ মাধ্যমে এ ব্যাপারে খবরও প্রকাশ হয়েছে। তবে, দেশটির একজন সরকারি মুখপাত্র বিষয়টি অস্বীকার করেছেন।
এসিএলইডি জানিয়েছে, উপকূল থেকে প্রায় আট কিলোমিটার দূরের ছোট্ট রোলাস দ্বীপে অস্থায়ী তাঁবুতে বিশ্রামে থাকা জেলেদের জঙ্গি সন্দেহে গুলি করে হত্যা করা হয়েছে।
এসিএলইডি অ্যানালিস্ট পিটার বোফিন জানান, মোজাম্বিকের ডিফেন্স আর্মড ফোর্সেস কয়েকটি নৌকায় টহল দেওয়ার সময় ইবো দ্বীপ থেকে রোলাস দ্বীপের দিকে এগিয়ে এসে তীরে নামার পর জেলেদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় ১৬ জন জেলে প্রাণ হারায়।
কাবো ডেলগাদো’তে ইসলামিক স্টেট (আইএস) দমনে মোতায়েন করা মোজাম্বিক বাহিনীর বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা চালানোর অভিযোগ রয়েছে।
মোজাম্বিকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বেঞ্জামিম চাবুয়ালো বলেন, সশস্ত্র বাহিনীর হাতে জেলে নিহতের দাবিটি সত্য নয়।
বিডি প্রতিদিন/নাজিম