সিরাজগঞ্জে র্যাব-১২-এর অভিযানে ৪৮ হাজার ৫০০ টাকার জালনোটসহ রঞ্জু আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার সদানন্দপুর কড্ডার মোড়ে ঢাকা-বগুড়া মহাসড়কে শ্যামলী পরিবহনের কাউন্টারের সামনে এই অভিযান চালানো হয়।
আটক রঞ্জু আহমেদ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামের মৃত আফের প্রামানিকের ছেলে।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে রঞ্জুর কাছ থেকে ১০০০ টাকার ২৯টি, ৫০০ টাকার ৩১টি, এবং ২০০ টাকার ২০টি—মোট ৮০টি জালনোট উদ্ধার করা হয়, যার মূল্য ৪৮,৫০০ টাকা।
এছাড়াও জাল নোট কারবার থেকে উপার্জিত ৮,৯৯০ টাকার ১০১টি খাঁটি নোট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রঞ্জু আহমেদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/জামশেদ