গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনার আরও দুইজনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৫ জন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সারিয়াকান্দির আব্দুল কাদের(৭১) এবং সিরাজগঞ্জের লোকমান হোসেন(৫০)। এরা বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।
এছাড়া বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২০৮ নমুনার ফলাফলে নতুন করে ৩৫জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬ দশমিক ৮২শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৬ জন। নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে ৩৪ জন সদরের এবং বাকি একজন আদমদীঘির বাসিন্দা।
বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ৩১ মার্চ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯২টি নমুনায় ৩২ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ১৬ নমুনায় ৩জনের পজিটিভ এসেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৪১৭ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৮৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬৩ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৩২২ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার