গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫৯ জন মারা গেছেন। যা দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ও গত ৯ মাসে সর্বোচ্চ মৃত্যু। গত বছরের ৩০ জুন দেশে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ছয় হাজার ৪৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবতকালের সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ৬১৭৭৬৪ জন। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিডি-প্রতিদিন/শফিক