বিশ্বজুড়ে চলছে করোনার তাণ্ডব। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে কঙ্গো প্রজাতন্ত্রের ৩২ জন আইনপ্রণেতার মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্মকক্ষের ভাইস প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন।
এ ব্যাপারে জিন মার্ক কাবান্ড বলেছেন, ‘সর্বশেষ সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২৪৮ এবং মৃত্যুর সংখ্যা ৭৮০, যার মধ্যে পার্লামেন্টের ৩২ জন সদস্য রয়েছেন।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টের ভেতরে মাস্ক পরা বাধ্যতামূলক হলেও আইনপ্রণেতারা অহরহ মাস্ক ছাড়াই জড়ো হন এবং স্পিকারে কথা বলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ