মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১২ জনের বাড়ি সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। ঈদের পর গত ২০ মে তারা বাড়ি থেকে শ্রীমঙ্গলে এসেছিলেন। তারা শহরতলীর সুনগইড় (সিন্দুরখান রোড) এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। অন্য দুইজন শ্রীমঙ্গলের বাসিন্দা। তাদের মধ্য একজন নারী রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, গত ২৭ মে চাঁপাইনবাবগঞ্জ ফেরত ৩৪ জনসহ ৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। গতকাল শুক্রবার রাতে সিলেট ল্যাব থেকে রিপোর্ট এসেছে। এতে চাঁপাইনবাবগঞ্জের ১২ জন ও স্থানীয় আরও দুইজন মোট ১৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, ওসি (অপারেশন) নয়ন কারকুন করোনা আক্রান্তদের বাসা লকডাউন করে দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা করোনা শনাক্ত রোগীদের ভারতীয় ধরন আছে কি না সেটা জানতে আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘করোনা শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে ১২সহ মোট ১৪ জনকে আমরা হোম আইসোলেশনে রেখেছি। অন্যদেরও ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নতুন করে যাতে কেউ এ উপজেলায় প্রবেশ করতে না পারে তার জন্য আমের গাড়িসহ অন্যান্য যানবাহনে নিয়মিত তদারকি করা হচ্ছে।’
বিডি প্রতিদিন/আবু জাফর