করোনায় আক্রান্ত হয়ে পরবর্তীতে বিভিন্ন জটিলতায় ভুগে চট্টগ্রামে আরো এক বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত চিকিৎসক গোলাম মর্তুজা হারুন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ২১ জন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছে বিএমএ।
জানা গেছে, মৃত্যুকালে চিকিৎসক গোলাম মর্তুজা হারুনের বয়স হয়েছে ৭০ বছর। তার বাড়ি সিলেট জেলায় হলেও তিনি চট্টগ্রাাম মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। চট্টগ্রামেই তিনি তার কর্মজীবন শুরু করেন। নগরীর শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।
বিএমএ, চট্টগ্রাম জেলার সভাপতি ডা. মুজিবুল হক খান জানান, গত ১২ মে ডাক্তার হারুনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ১০ দিন পর ২২ মে নেগেটিভ আসলেও ফুসফুসের সংক্রমণ থেকে যায় এবং কিডনি জটিলতায়ও ভুগছিলেন তিনি। মূলত কোভিড পরবর্তী অবস্থার অবনতি হলে গত ২৭ মে তাকে সিএসসিআর হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/হিমেল