১৮ জুন, ২০২১ ২০:৫৫

দিনাজপুরে আরও ৯৩ জনের করোনা শনাক্ত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আরও ৯৩ জনের করোনা শনাক্ত

করোনা সংক্রমণ রোধে দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউন চলার মাঝে আরও বেড়েছে করোনা শনাক্তের হার, পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ১৯৬টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭.৪৪ শতাংশ। এর মধ্যে দিনাজপুর সদরেই ৬৮জন করোনায় আক্রান্ত। 

তবে গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ৩৫ জন রোগী সুস্থ হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে ৮৬৬ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগীসহ করোনায় ভর্তি ১০০ জন রয়েছে। দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন। 

শনাক্ত বাড়লেও লকডাউনে সদরের বিভিন্ন এলাকায় লোক সমাগম কমেনি। বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করেছে। 
শুক্রবার শহরে দেখা যায়, লকডাউনে মোটরসাইকেল, ইজিবাইক, কার, মাইক্রো বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করেছে তবে শহরে দোকানপাট প্রায় বন্ধ ছিল। তবে শহরের বাইরে গোপালগঞ্জ বাজার, বটতলী, সুইহারী, চৌরঙ্গী মোড়, গুঞ্জাবাড়ী, রাজবাড়ী, গাবুড়া বাজার এলাকায় মানুষের অবাধ চলাচল করেছে। 

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআরটি ল্যাবের নমুনা পরীক্ষায় ১৯৬টি রিপোর্টের মধ্যে ৯৩টি রিপোর্ট করোনা পজিটিভ হয়েছে। 

এদিকে, দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। এ নিয়ে হিলি দিয়ে দেশে ফেরা ৯ জনের দেহে করোনা শনাক্ত হলো। শুক্রবার সকালে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
চিকিৎসা নিতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফেরা অব্যাহত রয়েছে। গত ১৯ মে থেকে ১৭ জুন পর্যন্ত হিলি দিয়ে ২৫৫জন যাত্রী ভারত থেকে দেশে ফিরেছেন। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষ করায় ও পুনরায় নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসায় ১৫৩ জনকে বাড়িতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

সর্বশেষ খবর