চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ২০ কোটি ডোজ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।
আজ শনিবার রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় মানসিক হাসপাতালে ‘ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে’ উপলক্ষে আয়োজিত আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
লোকমান হোসেন মিয়া বলেন, আমাদের একদিনে ৩২ লাখ টিকা দেওয়ারও অভিজ্ঞতা রয়েছে। টিকা সরবরাহ বাড়লেও টিকাদানে কোনো সমস্যা হবে না। টিকা সরবরাহ বাড়লে টিকা দেওয়ার পরিসরও বাড়ানো হবে। আমরা ১০ কোটি মানুষের টিকাদান নিশ্চিত করতে চাই।'
বিডি প্রতিদিন/আরাফাত