ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ হাজার ৫৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটা কম। এর মধ্যে শুধু কেরেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ।
দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৩২ লাখ ৩৬ হাজার ৯২১ জন। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৩৮ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে অনেকটাই বেশি। ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ লাখ ৪২ হাজার ৬৫৫ জন।
বর্তমানে ভারতে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার ৯২১ জন। যা আগের দিনের ৬ হাজার ৫৯৫ জন কম। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।
পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৩ কোটি ২৪ লাখ ৯ হাজার ৩৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ।
বিডি প্রতিদিন/এমআই