বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২ জন রোগীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন ৪২ জন রোগী। অপরদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সব শেষ রিপোর্টে ৫ ভাগ করোনা শনাক্ত হয়েছে।
মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, রবিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪৭ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ৮ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে ২ জন রোগীর। তাদের ২ জনের করোনা পজিটিভ। সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৪২ জন রোগী, যা গত মধ্য মে’র পর থেকে সর্বনিম্ন।
এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে রবিবার রাতের সব শেষ রিপোর্টে ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫ ভাগ।
এর আগে, গত শনিবারের রিপোর্টে পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিল ১৫.৬০ ভাগ, শুক্রবার ৯.৫৮ ভাগ, বৃহস্পতিবার ৯.৫৪ ভাগ, বুধবার ৮.৩৩ ভাগ, মঙ্গলবার ১০.৫৬ ভাগ এবং সোমবার ১৩.৫১ ভাগ করোনা শনাক্ত হয়।
গত বছরের ৮ এপ্রিল মেডিকেল কলেজে পিসিআর ল্যাব চালুর পর গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়।
বিডি প্রতিদিন/এমআই