১৮ জানুয়ারি, ২০২২ ০৮:৩৪

ধেয়ে আসছে ওমিক্রন, সিলেটে মানা হচ্ছে না বিধিনিষেধ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ধেয়ে আসছে ওমিক্রন, সিলেটে মানা হচ্ছে না বিধিনিষেধ

সংগৃহীত ছবি

ভয়ঙ্কর রোগ কোভিড-১৯ এর নতুন ধরনের ভাইরাস ওমিক্রন ঠেকাতে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় কয়েক দফা বিধিনিষেধ জারি করেছে। যা বৃহস্পতিবার থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। কিন্তু সিলেটে সেসব বিধিনিষেধ মানতে নারাজ জনসাধারণ।

দেখা গেছে, নগরীতে বেশিরভাগ নাগরিকদের মাস্ক ছাড়াই চলছে অবাধ চলাফেরা করতে দেখা গেছে। বিধিনিষেধ কার্যকরে প্রশাসনের নজরদারিও কম।  

বিধিনিষেধ মোতাবেক জনসমাগমস্থলে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশনা থাকলেও সিলেটের অধিকাংশ স্থানে সেই নিয়ম মানছে না কেউ। বেশিরভাগ নাগরিকই মাস্ক পরছেন না। বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পড়তে দেখা যায়নি।

নগরীর মদিনা মার্কেট বাজারে সবুজ মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, সরকারের বিধিনিষেধ অনেকে জানে না। প্রশাসনকেও মাঠে দেখা যায়নি। তাই অনেকে মাস্ক পড়ছেন না।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফাহমিদা সুলতানা বলেন, বিধিনিষেধ কার্যকরে আমি আজ নগরীর কয়েকটি এলাকা পরিদর্শন করেছি। তবে কাউকে জরিমানা করিনি।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর