২৪ জানুয়ারি, ২০২২ ২১:৫৪

টাঙ্গাইলে একদিনে করোনা আক্রান্ত ৭৩ জন

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে একদিনে করোনা আক্রান্ত ৭৩ জন

প্রতীকী ছবি

টাঙ্গাইলে করোনা ভাইরাসের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় ২১৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৩ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩৩.৯৫ ভাগ। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত জেলায় মোট ১৭ হাজার ২১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

অপরদিকে করোনায় কেউ মারা যায়নি। করোনায় এখন পর্যন্ত জেলায় মোট ২৬০ জন মৃত্যুবরণ করেছেন। স্বাস্থ্য বিধি না মানায় সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।

এ ব্যাপারে সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ক্রমেই জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বর্তমানে জেলায় সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সাথে টিকাও নিতে হবে। করোনা প্রতিরোধে সিভিল সার্জন অফিস কাজ করে যাচ্ছেন বলেও তিনি জানান।

এ ব্যাপারে জেলা প্রশাসক আতাউল গণি বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে মোবাইল কোর্ট, সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিংসহ সকল কার্যক্রম অব্যহত রয়েছে। করোনা প্রতিরোধে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিডি প্রতিদিন/এএম

সর্বশেষ খবর