সামাজিক মিডিয়া গ্রুপ 'গার্লস প্রায়োরিটি অ্যান্ড টিএসবি' আয়োজিত নারী দিবসের অনুষ্ঠান মাতালেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। গত ৮ মার্চ চট্টগ্রামের কনকর্ড ফয়েজ লেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শো স্টপার ছিলেন পিয়া। এতে পিয়াকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নারী দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতনামা মুক্তিযোদ্ধা ও লেখক বেগম মুস্তারী শফি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা তাদের সমাজে প্রতিষ্ঠা পাওয়ার পেছনে যে সংগ্রাম করতে হয়েছে তা বর্ণনা করেন। অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠারও আহ্বান জানান।
গার্লস আর এফ এল এর সহযোগিতায় নারী দিবসের থিম এর উপর ওয়ার্ল্ড ক্লাস এস এ ওয়ার্ল্ড, জিজাইনার রওশন আরা চৌধুরি, ডিজাইনার আইভি হাসান ও নাসরিন সরওয়ার মেঘলা পোশাক প্রদর্শনী করেন। কোরিওগ্রাফার ছিলেন সায়েদ রুমা এবং ফটোগ্রাফি করেন আর কে স্বপ্ন।
বিডি প্রতিদিন/ফারজানা