ব্রিটিশ কাউন্সিল এর লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্প ও গণগ্রন্থাগার অধিদপ্তরের সহযোগীতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো "ন্যাশনাল পলিসি ওয়ার্কশপ অন দ্য ডেভলপমেন্ট অব পাবলিক লাইব্রেরিজ" শীর্ষক পলিসি কর্মশালা। আজ দিনব্যাপী এ কর্মশালার উদ্দেশ্য ছিলো গণগ্রন্থাগার বিষয়ক নীতিকাঠামো গঠনের ব্যাপারে সংশ্লিষ্ট সকল মহলের মতামত ও সুপারিশমালা সংগ্রহ।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক এ. জে. এম আব্দুল্যাহেল বাকী, ব্রিটিশ কাউন্সিল এর ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু নিউটন এবং ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রকল্পের প্রকল্প পরিচালক কার্স্টি ক্রফোর্ড।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশীষ কুমার সরকার। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
গণগ্রন্থাগার খাতের উন্নয়নকে ত্বরান্বিত করা, এর সেবাসমূহকে যুগোপযোগী, চাহিদানির্ভর ও কার্যকর করার জন্য একটি শক্তিশালী নীতিকাঠামো এবং একটি সহায়ক সম্পূর্ণ নীতিমালা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধান অতিথি কে এম খালিদ এমপি। তিনি আরো বলেন, ‘যদিও বর্তমানে জাতীয় গ্রন্থাগার নীতি নামে একটি নীতিমালা রয়েছে তবে একুশ শতকের উন্নত বাংলাদেশের উপযোগী গণগ্রন্থাগারখাত তৈরির জন্য একটি যুগোপযোগী সম্পূর্ণ নীতিমালা দরকার।’
তিনি আরো বলেন, সময়োপযোগী এবং কার্যকর সুপারিশমালা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট অংশভাগীদের সরকারকে বাধ্য করতে হবে গণগ্রন্থাগার উন্নয়নে নীতিমালা প্রণয়ন করতে।
বিডি প্রতিদিন/হিমেল