সুরভী এন্টারপ্রাইজ বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত 'এনারগিজার' ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক। ১৮৯৬ সালে Energizer যুক্তরাজ্যে যাত্রা শুরু করে এবং বিশ্বজুড়ে পোর্টেবল পাওয়ার ও লাইটিং প্রস্তুতকারক হিসেবে এক নম্বর ব্র্যান্ড হিসেবে সমাদৃত। একমাত্র Energizer'র প্রতিটি পাওয়ার ব্যাংকে আছে পাওয়ার সেফ ম্যানেজমেন্ট প্রযুক্তি, যেটা ডিভাইসকে সর্ট সার্কিট, ওভার চার্জ, ওভার কারেন্ট এবং ওভার হিট হওয়া থেকে সুরক্ষা করবে।
এছাড়াও Energizer পাওয়ার ব্যাংকে ব্যবহার করা হয়েছে সর্বশেষ সর্বশেষ দ্রুত চার্জিং প্রযুক্তি সমুহ। যেমন- Samsung AFC, Qualcomm QC 3.0, Huawei FCP, Bluetooth Low Current Mode, QI, PD 3.0 ইত্যাদি। তাই Energizer পাওয়ার ব্যাংক প্রতিটি পোর্টেবল ডিভাইসের সাথে মানিয়ে যায় খুব সহজেই।
বাংলাদেশের বাজারে Energizer ৪০০০/৫০০০/১০০০০/২০০০০ mAh ক্ষমতার বিভিন্ন পাওয়ার ব্যাংক পাওয়া যাচ্ছে। ১২ মাসের ওয়ারেন্টি সহ Energizer-এর পাওয়ার ব্যাংক কিনতে আপনার নিকটস্ত মোবাইল মার্কেট, ই-কমার্স পোর্টাল www.daraz.com.bd এবং www.techplatoon.com.bd
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ