বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড বিশ্বখ্যাত পিপিজি পেইন্টস-এর ভেহিকেল রিফিনিশ নিয়ে ২৭তম ইউএস ট্রেড শো ২০২০-এ অংশগ্রহণ করেছে। মধ্যম আয়ের বাজারের জন্য বার্জার সম্প্রতি এসিএস ব্র্যান্ড উন্মোচন করেছে।
অনুষ্ঠানে বার্জার পেইন্টস লিমিটেডের হেড অব ভেহিকেল রিফিনিশ পেইন্টস, ব্র্যান্ড ম্যানেজার, টেরিটরি ম্যানেজার এবং টেকনিক্যাল অফিসার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ