“রোমানিয়া ফুড এন্ড বেভারেজ লিমিটেড” বাজারে নিয়ে এসেছে সল্টি ও সুইটি স্বাদের দারুন এক কম্বিনেশনে মজাদার রোমানিয়া “মচ মচ বিস্কুট”।
বাজারে প্রচলিত সলটেড বিস্কুট এর তুলনায় সম্পূর্ণ ভিন্ন ও সুস্বাদু রোমানিয়া মচ মচ বিস্কুট।
রোমানিয়া মচ মচ সলটেড এর বাজার সম্পর্কে রোমানিয়া ফুড এন্ড বেভারেজ এর এজিএম (মার্কেটিং) কামরুল ইসলাম চৌধুরী বলেন, রোমানিয়া মচ মচ এ সম্পূর্ণ ব্যতিক্রম স্বাদ আনার চেষ্টা করা হয়েছে। আর এই ভিন্নতার কারণে এটি বাজারে সাড়া ফেলবে বলে আশা করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন