বর্তমান চাহিদাকে মাথায় রেখে বিএসআরএম গ্রুপ গত বুধবার (৭ জুলাই) মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি অক্সিজেন সিলিন্ডার, ২০টি অক্সিজেন ফ্লো মিটার, ২০টি পাল্স অক্সিমিটারসহ অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করে।
এ করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন, ডা. মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মীরসরাই। এসময়ে বিএসআরএম'র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রশাসনিক ব্যাবস্থাপক এবং ইনচার্জ, বিএসআরএম ফাউন্ডেশন মেডিকেল সেন্টার, মিরসরাই।
বিডি প্রতিদিন / অন্তরা কবির