দেশের জনপ্রিয় বেকারি ব্র্যান্ড অলটাইম নিয়ে এলো ‘জুনিয়র শেফ’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় ৮ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোররা অলটাইম ব্রেড দিয়ে তৈরি মজাদার খাবার তৈরি করে সেলফি কিংবা ভিডিও পাঠিয়ে দিলে পাবে বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার।
পুরস্কারের মধ্যে রয়েছে দুরন্ত বাইসাইকেল, ভিশন মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, ইলেকট্রিক কেটলিসহ অন্যান্য পুরস্কার। গত ১০ জুলাই থেকে এই প্রতিযোগীতা শুরু হয়েছে। এটি আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে।
অলটাইম এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মনিরুল ইসলাম বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের স্কুল বন্ধ। এছাড়া নতুন করে সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় শিশুরা অনেকটাই ঘরবন্দী হয়ে পড়েছে। তারা যেন একঘেয়েমি কাটাতে সৃজনশীল বিভিন্ন কাজে যুক্ত হয়, এজন্য উৎসাহ দিতে এ কর্মসূচির আয়োজন করেছি।’
অলটাইম এর ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান বলেন, ‘কর্মসূচিতে অংশ নিতে প্রথমে ৮ থেকে ১৮ বছরের বয়সী শিশু-কিশোরদের প্রথমে অলটাইম ব্রেড দিয়ে মজাদার সব খাবার তৈরি করতে হবে। এরপর তৈরি খাবারের সাথে অলটাইম ব্রেডের প্যাকেটসহ সেলফি কিংবা ভিডিও পাঠিয়ে দিতে হবে আমাদের ফেসবুক পেজের (www.facebook.com/alltime.pran) কমেন্টে কিংবা ইনবক্সে। সেখান থেকে বিজয়ী ঘোষণা করা হবে।’
বিডি প্রতিদিন/আবু জাফর