২৭ জুলাই, ২০২১ ১৭:২২

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল আয়োজিত অনলাইন আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল আয়োজিত অনলাইন আলোচনা সভা

ফাইল ছবি

হেপাটাইটিস অত্যন্ত জটিল একটি রোগ। যা প্রতি বছরই অসংখ্য মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। বিশ্বব্যাপী গড়ে প্রতি ৩০ সেকেন্ডে ১ জন মানুষ হেপাটাইটিস-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। জনগণের মধ্যে অসচেতনতা এবং রোগ সম্পর্কে জ্ঞানের কমতিই মূলত এই রোগটির বিস্তারে সাহায্য করছে। 

আসন্ন বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২১ উপলক্ষ্যে ২৮ জুলাই বুধবার অনলাইন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে এভারকেয়ার হসপিটাল। আলোচনায় প্রধান অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী অংশগ্রহণ করার সম্মতি প্রকাশ করেছেন। 

এছাড়া, হেপাটাইটিস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনায় এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের সিনিয়র কনসাল্টেন্ট ডা. মোহাম্মদ লুতফুল লতিফ চৌধুরী; শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট এবং হাসপাতাল-এর ডিরেক্টর অধ্যাপক ফারুক আহমেদ; এভারকেয়ার হসপিটাল ঢাকা’র গ্যাস্ট্রোএনটারলজি বিভাগের কনসাল্টেন্ট ডা. এস এম আলী হায়দার; সিএমসিএইচ-এর এইচওডি গ্যাস্ট্রোএনটারলজি অধ্যাপক ডা. এরশাদ উদ্দিন আহমেদ অংশগ্রহণ করবেন।  

অনলাইন প্যানেল আলোচনায় আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর