বাংলাদেশের সাইবার নিরাপত্তা খাতে এক নতুন মাইলফলক রচিত হলো আজ। রবি আজিয়াটা পিএলসি, ক্যাসপারস্কি ও আইসিটি ডিস্ট্রিবিউশনের যৌথ সহযোগিতায় দেশে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে ‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ সেবা। এই উদ্যোগের মাধ্যমে রবি ও এয়ারটেল গ্রাহকরা বিশ্বমানের সাইবার সুরক্ষা উপভোগ করতে পারবেন মোবাইল ব্যালেন্স ব্যবহার করেই।
রেনেসেন্স ঢাকা গুলশান হোটেলের বলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ, মিডিয়া প্রতিনিধি এবং অংশীদার সংগঠনগুলোর উচ্চপদস্থ ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ডিজিটাল ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ম্যালওয়্যার, ফিশিং, র্যানসমওয়্যারসহ নানা ধরনের সাইবার হুমকি বাড়ছে। এ প্রেক্ষাপটে নিরাপদ অনলাইন অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ধরনের সুরক্ষামূলক উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ সেবা বিশেষত তরুণ প্রজন্মকে লক্ষ্য করে ডিজাইন করা হয়েছে। বর্তমানে যারা অনলাইন শিক্ষাদান, কনটেন্ট ক্রিয়েশন, গেমিং এবং অনলাইন উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাদের জন্য নিরাপদ সাইবার পরিবেশ নিশ্চিত করাই এই সেবার অন্যতম উদ্দেশ্য। অভিভাবকরাও এই সেবার মাধ্যমে তাদের সন্তানদের অনলাইন ব্যবহারের বিষয়ে অধিক নিয়ন্ত্রণ ও আশ্বস্ততা পাবেন।
অনুষ্ঠানে ক্যাসপারস্কি, রবি আজিয়াটা পিএলসি, আইসিটি ডিস্ট্রিবিউশন এবং বিভিন্ন গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই