শিরোনাম
শুক্রবার, ১৭ জুন, ২০১৬ ০০:০০ টা

চুরির অভিযোগে বাবা-ছেলেকে কান ধরে উঠবোস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তানোরে চুরির অভিযোগ তুলে এক বৃদ্ধ ও তার ছেলেকে পেটানোর পর কান ধরে উঠবোস করানো হয়েছে। কামরাগাঁ ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে শালিস বৈঠকে গতকাল তাদের এ শাস্তি দেওয়া হয়। ঘটনার পরে কান ধরে ওঠবোসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তালন্দ ইউপির সাবেক সদস্য নারায়ণপুর গ্রামের ওসমান আলী ও তার ছেলে মতিউর মসজিদের নামে টাকা ও ধান তুলতে বের হন গত মঙ্গলবার। এ সময় পারিশো গ্রামের শফু মণ্ডলের বাড়ি ঢুকেন তারা। ওই বাড়িতে কেউ ছিল না। কিছুক্ষণ পর বাড়ির লোক এসে তাদের মোবাইল চুরি করা হয়েছে বলে অভিযোগ তুলে ওসমান ও তার ছেলেকে আটক করে মারপিট শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে সোপর্দ করে। চেয়ারম্যানের উপস্থিতিতে গতকাল শালিসে তাদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়। চড়থাপ্পড় মেরে ১০ বার কান ধরে ওঠবোস করায়। ইউপি চেয়ারম্যান জানান, স্থানীয়দের চাপে পুলিশের উপস্থিতিতে তাদের ওঠবোস করানো হয়েছে। তানোর থানার এসআই সামশুল হক বলেন, ‘আমরা যাওয়ার আগেই চেয়ারম্যান বিচার শেষ করেছেন।’

সর্বশেষ খবর