বুধবার, ৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

হিসাবরক্ষক গ্রেফতার

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পটুয়াখালী সদর উপজেলা অফিস থেকে সদ্য বদলি হওয়া হিসাবরক্ষক আবুল কালাম আজাদকে প্রায় কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। সোমবার বিআরডিবি কর্মকর্তা এস এম আরিফুর রহমানের দায়ের করা মামলায় রাতেই শহরের কালিকাপুর এলাকা থেকে ওই হিসাবরক্ষককে গ্রেফতার করে সদর থানা পুলিশ। —পটুয়াখালী প্রতিনিধি

দালাল-গ্রাহক সংঘর্ষ

নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুতের জোনাল অফিসে দালাল ও গ্রাহকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন গ্রাহক ইকবাল (৪৫) ও দালাল রাসেল (৩৫)। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে স্থানীয় কাউন্সিলর বিষয়টি মীমাংসা করে দেন। —নারায়ণগঞ্জ প্রতিনিধি

পায়রায় অর্ধগলিত লাশ

বরগুনার আমতলী উপজেলায় পায়রা নদীর চর থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাতনামা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি নারীর বলে ধারণা করছে পুলিশ। বকশীগঞ্জে নারীর ঝুলন্ত লাশ :  বকশীগঞ্জে জাহানারা বেগম নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে ও ছেলের বৌকে আটক করা হয়েছে। —প্রতিদিন ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর